“আমাদিগের কৃতী ব্রিটিশ ব্যবসায়ীরা তাহাদের ব্যবসা সামগ্রীতে নিজদিগের নাম জুড়িয়া দেয়। ইহাতে অপরিসীম সাহস লাগে। কিন্তু ইহা করিলে ব্যবসার মান উন্নত হয় – সামগ্রীর প্রতি ক্রেতাগনের বিশ্বাস বৃধি পায়। আমরা ইহাকে পার্সোনাল ব্র্যান্ডিং কহিয়া থাকি। উদাহরণ – কার্থবার্টসন য়্যান্ড রবার্টস।”
“কিন্তু স্যার, আপনাদের দেশে কি কেবল একজনই কার্থবার্টসন আর একজনই রবার্টস আছেন?”
“তোমার প্রশ্ন বোধগম্য হইলো না – তুমি কি বলিতে চাহ, বাবু?”
“স্যার, লোকে যদি চিনতেই না পারলো কোন কার্থবার্টসন আর কোন রবার্টস তাহলে আর নাম দিয়ে কাম কি? ঘোষ য়্যান্ড কোং দিলেই হয়। ”
“তোমার নিকট ইহার অধিক বেশি উত্কৃষ্ট কোনো সমাধান আছে?”
“আছে স্যার। এক্সট্রিম পার্সোনাল ব্র্যান্ডিং শুনেচেন? না? শুনুন স্যার। আমি আর আমার এই বন্ধু ঠিক করিচি আমাদের ব্যবসা সামগ্রীতে শুধু নিজেদের নামই নয় – নিজেদের ছবিও লাগাবো। ক্রেতাগনের কোনো ভ্রান্তির জায়গাই থাকবে না। সারা জগৎ খুঁজে দেকুন তো স্যার এই রকম আর কোতাও দেকেচেন কিনা?”
“তোমাদের সাহসের আমি কুর্ণিশ করি বাবু – ভেরি ব্রেভ তোমরা। আমি প্রফেসর ফিলিপ কটলারসন সারা পৃথিবীতে শিক্ষা প্রদান করিয়াছি কিন্তু ইহা হেন সাহসের পরিচয় ইতিপূর্বে কোথাও দেখি নাই। আমি ভবিষ্যতবাণী করিতেছি – এক শতাব্দী অতিক্রম করিয়াও কোনো ব্যবসায়ী ইহাহেন সৎ সাহস দেখায়িতে পারিবে না। উঠিয়া আইস বাবু তোমরা দুই জন – কি নাম তোমাদিগের?”
“এই স্যার আমার নাম শ্রী দুলাল চন্দ্র ভড় আর এই আমার বন্ধু শ্রী বেণীমাধব শীল। “
ছবি দেখিয়া কিনিবেন
Advertisements
Posted by Subrata Majumdar on July 8, 2014
https://bongosaurus.wordpress.com/2014/07/08/%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8/
Aniruddha
/ July 8, 2014মহেন্দ্র দত্ত কি কম পড়িয়াছিল?
Subrata Majumdar
/ July 19, 2014স্যার, কে সি পাল বা মহেন্দ্র দত্ত কিন্তু ছাতায় ছবি জুড়ে দেয়নি!
Aniruddha
/ July 20, 2014The moot issue was “name brand”, I thought!
trdastidar
/ July 8, 2014আর তারপর যদি একই নামের আরেকটি ব্র্যান্ড বলে যে আমাদের তালমিছরিতে কোনদিন কোন ব্যক্তির ছবি বা সই ছিলনা, তাহলে? দুলাল চন্দ্র ভড়ের তালমিছরির সেই কোনটা আসল কোনটা নকল রহস্য কিন্তু কোনদিন সমাধা হয়নি। বেনী শীলের পঞ্জিকাতে দুজনেরই বিজ্ঞাপন আসত বিনা পক্ষপাতে। 🙂
Subrata Majumdar
/ July 19, 2014ইয়ে, রহস্যের সমাধান আছে আমার কাছে! ওই ব্যবসাটা আমার শশুরবাড়ির দিকের তাই পাবলিক দিসকৌর্স এড়িয়ে গেলুম!